ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১২:২৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ! ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

বাংলাদেশের আক্ষেপের হার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা শেষ মাহমুদউল্লাহ রিয়াদদের। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ জিতল ৩ উইকেটে। শেষ ওভারের রোমাঞ্চে ক্রিস গেইলরা বাঁচিয়ে রাখল সেমির আশা।
সাকিব আল হাসান ওপেনিংয়ে অভিষেক রাঙাতে পারেননি, ৯ রানে আউট। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও (১৭) পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিদায় নেন। লিটন দাস ও সৌম্য সরকারের জুটি সেই ধাক্কা সামাল দেয় দারুণভাবে। কিন্তু আকিল হোসেনের বলে ক্রিস গেইলকে ক্যাচ দেন সৌম্য (১৭)। ৩১ রানের এই জুটি ভাঙার পর লিটন ও মুশফিক হাল ধরেন। সাবেক অধিনায়ক ফেরেন পুরোনো সেই বাজে শট খেলতে গিয়ে। সুইপ করে স্টাম্প ছেড়ে দেন, বোল্ড হন রবি রামপলের বলে। ১৩.৩ ওভারে ৯০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে দলকে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মাহমুদউল্লাহ ও লিটন। বারবার সমালোচনার মধ্যে থাকা লিটন নায়ক হতে পারতেন। কিন্তু চাপে যে ছিলেন, তা বোঝা যাচ্ছিল শরীরী ভাষায়।  শেষ চার ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান। ম্যাচ ঘুরে যায় ১৭তম ওভারে, মাত্র ৩ রান দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান ডোয়াইন ব্রাভো। পরের ওভারে রামপল দেন ৮ রান। তাতে শেষ ১২ বলে ২২ রান দরকার তাদের। ১৯তম ওভারে ব্রাভোর প্রথম বলে মাহমুদউল্লাহ ছক্কা মেরে ব্যবধান কমান। ওই ওভারেই শেষ বলে জেসন হোল্ডারকে লং অনে লিটন ক্যাচ দেন ৪৪ রান করে। ৪৩ বলে সাজানো ছিল তার এই ইনিংস। মাহমুদউল্লাহর সঙ্গে ৪০ রানের জুটি গড়েছিলেন লিটন।

শেষ ওভারে দরকার ১৩ রান। মাহমুদউল্লাহ ও আফিফ মিলে করেন ৯ রান। এক কথায় স্নায়ুচাপে বাংলাদেশ হেরে গেল মাত্র ৩ রানের ব্যবধানে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিকোলাস পুরান। ২২ বলে ৪০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে রোস্টন চেজের সঙ্গে তার ৫৭ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায়।

তিন ম্যাচে প্রথম জয়ে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের আশা টিকে রইল। আর গ্রুপ ওয়ানে কোনো পয়েন্ট না পাওয়া একমাত্র দল বাংলাদেশ। 
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ২০ ওভারে ১৩৯/৫ (মাহমুদউল্লাহ ৩১*, আফিফ ২*, লিটন ৪৪, মুশফিক ৮, সৌম্য ১৭, নাঈম ১৭, সাকিব ৯)

ওয়েস্ট ইন্ডিজ- ২০ ওভারে ১৪২/৭ (হোল্ডার ১৫*, পোলার্ড ১৪*; ব্রাভো ১, চেজ ৩৯, পুরান ৪০, রাসেল ০, হেটমায়ার ৯, গেইল ৪, লুইস ৬)।